সৈয়দপুরে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত ১১

নীলফামারীর সৈয়দপুর শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরমে পৌঁছেছে। শনিবার রাতে শহরের পাঁচমাথা মোড়, গোয়ালপাড়া ও কাজীপাড়া এলাকায় দলবদ্ধ কুকুরের হামলায় ১১ জন পথচারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য, রাতে হঠাৎ করেই কয়েকটি কুকুর দলবেঁধে পথচারীদের আক্রমণ করে। এতে আহতদের সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতদের একজন দোকানদার গোলাম রব্বানী জানান, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হঠাৎ কুকুর তাঁর পায়ে কামড়ে দেয়।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা বলেন, আহতদের চিকিৎসা চলছে এবং কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক নুর-ই–আলম সিদ্দিকী জানান, পৌর এলাকায় কুকুরের উপদ্রব বেড়েছে, তবে হাইকোর্টে রিট থাকায় পৌরসভা কর্তৃক নিধন বা নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো যাচ্ছে না। তিনি আশ্বস্ত করেছেন, আইন মেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।