টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করেছে। তবে এখনও পর্যন্ত এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, লজিস্টিক সংক্রান্ত জটিলতা কমিয়ে বাংলাদেশকে অন্য কোনো গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও এ বৈঠকে আলোচিত হয়েছে। পূর্বে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। তারা আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ভেন্যু বদলের আবেদন করে। এরপর থেকে বিষয়টি নিয়ে অচলাবস্থা চলছিল।
চিঠি চালাচালি ও ভার্চুয়াল সভার পর আইসিসির প্রতিনিধি দল এবার সরাসরি ঢাকায় এসে সভা করেন। সভায় আইসিসির ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা ভিসা জটিলতার কারণে ভার্চুয়ালি যুক্ত হন এবং ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ সশরীরে উপস্থিত ছিলেন।
বৈঠকে বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য তাদের আগের অনুরোধ পুনরায় উত্থাপন করে। এছাড়া বাংলাদেশ দলের খেলোয়াড়, সমর্থক, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগও তুলে ধরা হয়।
বিসিবি জানায়, গঠনমূলক ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় লজিস্টিক জটিলতা সর্বনিম্ন রেখে বাংলাদেশকে অন্য গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও পরীক্ষা করা হয়েছে।
আইসিসি প্রতিনিধিদের সঙ্গে এ সভায় বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। এ সভার পর দুই পক্ষ আরও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।
