বাংলাদেশের বিশ্বকাপে খেলার সিদ্ধান্তে অনড় অবস্থান

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে আপস না করে বাংলাদেশ অনড় রয়েছে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকেই এ সিদ্ধান্তের পিছনে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বুধবার সচিবালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি প্রতিনিধিদলের সাথে বৈঠকের পর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনো আপস করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলংকা, আমরা সেখানে খেলতে চাই। এই পজিশনে আমরা অনড় আছি।”

তিনি আরও বলেন, “আমার কাছে মনে হয়েছে, এটা কেবল নিরাপত্তাই না, জাতীয় অবমাননার ইস্যু। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতাকে যে এই ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। তাকে আপনাদের টিম থেকে বাদ দেন। এটিই একটি ট্যাসিট রিকগনিশন যে ভারতে নিরাপদে খেলার পরিবেশ নেই।”

বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বৈঠক শেষে বলেন, “নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের অধিকার আমরা লড়াই করে যাব। এর আগে অনেকগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো আমরা এমন কথা বলিনি। এবার যৌক্তিক কারণ আছে বলেই আমরা বলেছি। ভারত একটি খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো ক্রিকেট টিম ও সংশ্লিষ্টদের কীভাবে তারা নিরাপত্তা দেবেন—সেই প্রশ্ন রয়ে গেছে।”

এক প্রশ্নের জবাবে তিনি গত কয়েকটি বিশ্বকাপে ভারতের পাকিস্তানে না যাওয়ার উদাহরণ টেনে বলেন, “বিসিবি সেটাও বিবেচনা করবে। যখন চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল, তখন পাকিস্তানে যায়নি ভারত, গত কয়েকটি বিশ্বকাপ খেলতে পাকিস্তানও ভারত যায়নি। আমরাও আশা করছি, একটি সঠিক জবাব পাব।”

আসিফ নজরুল জানান, বাংলাদেশের অবস্থান আইসিসিকে বোঝানোর চেষ্টা করা হবে এবং আশা করা হচ্ছে আইসিসি বাংলাদেশের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করবে। তিনি বলেন, “আজ রাত কিংবা কালকে সকালের মধ্যে বলে দেওয়া হবে।”

গত শনিবার কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দল থেকে অব্যাহতি দেয়, যার পরপরই বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ আসে। এরপর নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বিসিবি আইসিসির কাছে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে নেওয়ার অনুরোধ করে।