বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসরে দেখা যাবে। লিগের অফিসিয়াল ফেইসবুক পাতায় তার একটি ফটোকার্ড পোস্ট করে মোটা অক্ষরে লেখা হয়, ‘মুস্তাফিজুর রহমান- পিএসএলের নতুন যুগে স্বাগত।’ তবে তিনি কোন দলে খেলবেন, সে বিষয়টি পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এটি হবে মুস্তাফিজের দ্বিতীয় পিএসএল অভিজ্ঞতা। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে তিনি চারটি উইকেট নিয়েছিলেন, তার ইকোনমি ছিল ওভারপ্রতি ৬.৪৩ রান।
এই চুক্তির ঘোষণা আসে আইপিএল থেকে তাকে বিতর্কিতভাবে বাদ দেওয়ার মাত্র তিন দিন পর। আগামী ২৬ মার্চ শুরু হওয়া আইপিএলের আসরে তাকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল। দলটি গত মাসের নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতের কিছু রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর চাপের পরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নির্দেশনা দিলে, গত শনিবার কলকাতা তাকে দল থেকে ছাড়ে।
এই ঘটনার পর ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেট সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে সিদ্ধান্ত স্থগিত রাখে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতে না করার জন্য আইসিসিকে চিঠি দেয়। এছাড়া বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা আসে।
বিসিবি এখন আইসিসির জবাবের অপেক্ষায় রয়েছে। এই অনিশ্চিত পরিস্থিতির মধ্যেই মুস্তাফিজের পিএসএল চুক্তির খবর এলো।
পিএসএলের একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৩ মার্চ, যা আইপিএল শুরুর মাত্র তিন দিন আগে। এবার টুর্নামেন্টে দলের সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ৮ করা হয়েছে এবং বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এসব পরিবর্তনের কারণেই এই আসরকে ‘নতুন যুগ’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
