বছরের একটি বিশেষ আয়োজনের জন্য বাংলাদেশের সঙ্গীত পরিবারের মোটামুটি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন। আর তা হলো গীতিকার, কাহিনীকার, প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ারের বাসার ‘উইন্টার গার্ডেন’ পার্টি।
রাজধানীর গুলশানে দিঠির নিজের বাসভবনে বিগত বেশ কয়েক বছর যাবতই এই ‘উইন্টার গার্ডেন’ পার্টি হয়ে আসছে। বিগত টানা ছয় বছর যাবত দিঠি কোনোরকম বিরতি ছাড়া এই পার্টি নিয়মিতভাবে করে আসছেন। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে এই পার্টির আয়োজন করা হয়েছিলো।
‘উইন্টার গার্ডেন’ পার্টির জন্য ২০২৫ এর ডিসেম্বরে সময় বের করা তার জন্য কঠিন হয়ে পড়ায়, এবারের আয়োজন নতুন বছরের শুরুতেই করা হয়। ২০২৫ সালের ৪ জানুয়ারি রাতে দিঠির গুলশানের বাসভবনে এবারের ‘উইন্টার গার্ডেন’ পার্টি অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে যথারীতি দিঠি তার মা জোহরা গাজী, একমাত্র ভাই উপলসহ পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়-স্বজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যথারীতি এই আয়োজনে বাংলাদেশের সঙ্গীতাঙ্গন ও চলচ্চিত্রাঙ্গনের বহু গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
যাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন চিত্রনায়িকা চম্পা, চিত্রনায়ক বাপ্পারাজ ও সম্রাটসহ রবি চৌধুরী, রিজিয়া পারভীন, আলম আরা মিনু, আঁখি আলমগীর, হোমায়রা বশির, অনুপমা মুক্তি, স্বীকৃতি, সোহেল মেহেদী, স্বপ্নীল সজীব এবং অপু আমানসহ এই প্রজন্মের আরো অনেক সঙ্গীতশিল্পী।
দিঠি আনোয়ার বলেন, ‘প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ আমাদের সংস্কৃতি অঙ্গনের যারা এসেছিলেন, প্রত্যেকের প্রতিই আমি ভীষণ কৃতজ্ঞ। সবার উপস্থিতিতেই এই আয়োজনে আলোকিত হয়ে উঠে, পুরো গার্ডেন জুড়েই এক মুগ্ধতার পরিবেশ সৃষ্টি হয়। আর গানে গানে, সুরে সুরে মুগ্ধতা ছড়ান শিল্পীরা। আমি সত্যিই সবার ভালোবাসায় মুগ্ধ। এই আয়োজন আমৃত্যু চলতে থাকবে।’
