শ্রেণীগত পার্থক্য ও প্রেমের সংঘাত নিয়ে আসছে নাটক ‘দ্বিপ্রহর’

প্রখ্যাত নাট্যকার পিকাসো খুদা’র রচনা ও মারুফের রহমানের পরিচালনায় নির্মিত হয়েছে নতুন নাটক ‘দ্বিপ্রহর’। পার্থ শেখ ও আইশা খান নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

নাটকের গল্পে দেখা যাবে, রাহাত শহরে থাকে এবং পড়াশোনা শেষ করে চাকরির অপেক্ষায় আছে। তার বাবা শৈশবেই মারা যান, মা গ্রামে থাকেন। চাকরি পাওয়ার পর রাহাত গ্রামে গিয়ে মাকে সারপ্রাইজ দিতে চায়। একই গ্রামের প্রভাবশালী পরিবারের মেয়ে মিতু। রাহাত আর মিতুর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। রাহাতের চাকরির খবরে মিতুও স্বস্তি পায়।

রাহাতের মা যখন তাকে বিয়ের জন্য পাত্রী দেখার কথা বলেন, তখন রাহাত মিতুর প্রতি তার পছন্দের কথা জানায়। মা সরাসরি আপত্তি না করলেও মনে মনে চিন্তিত হয়ে পড়েন। কারণ মিতুর পরিবার অর্থনৈতিকভাবে অনেক বেশি সচ্ছল। রাহাতও চিন্তিত, মিতুর বাবা এই বিয়েতে রাজি হবেন কিনা।

বিয়ের প্রস্তাব নিয়ে রাহাতের মা মিতুদের বাড়ি গেলে, মিতুর বাবা সরাসরি আপত্তি না করলেও পারিবারিক রীতির কথা বলে দশ ভরি স্বর্ণ দেয়ার দাবি তুলেন। ছেলের সুখের কথা ভেবে রাহাতের মা সেই শর্তেও আপত্তি করেন না এবং বিয়ের দিনক্ষণ ঠিক করে আসেন।

কিন্তু মায়ের কাছ থেকে স্বর্ণের দাবির কথা জানতে পেরে রাহাত মন খারাপ করে। সে তার বাবার রেখে যাওয়া জমানো টাকা খরচ করে বিয়ে করতে রাজি নয়। অন্যদিকে মিতুও তার বাবার এই দাবি পছন্দ করে না। এমন পরিস্থিতিতে তাদের বিয়ে কি বাস্তবায়িত হবে?

নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচারের পর পরবর্তীতে ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।