বলিউডের দুই দীর্ঘকালীন তারকা অক্ষয় কুমার ও রানি মুখার্জির দীর্ঘ ক্যারিয়ারে অবিশ্বাস্য হলেও সত্য হলো, তারা কখনোই একসঙ্গে কোনো চলচ্চিত্রে পর্দা ভাগ করেননি। এবার সেই অভাব পূরণ হতে চলেছে বলে ইন্ডাস্ট্রি সূত্রে গুঞ্জন উঠেছে।
প্রচারিত খবর অনুযায়ী, অক্ষয় কুমারের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওএমজি’ (ওহ মাই গড) সিরিজের তৃতীয় কিস্তিতেই প্রথমবারের মতো তাঁর সঙ্গে জুটি বাঁধবেন রানি মুখার্জি। নতুন বছরের শুরুতেই এই সম্ভাব্য সহ-অভিনয় নিয়ে চলচ্চিত্র মহলে আলোচনা শুরু হয়েছে।
সূত্রে জানা গেছে, ‘ওএমজি ৩’-এর প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছর ২০২৬-এর মাঝামাঝি সময় নাগাদ চলচ্চিত্রটির প্রধান শুটিং শুরু হতে পারে।
‘ওএমজি’ সিরিজের আগের দুটি কিস্তি বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছিল। এবার তৃতীয় কিস্তিতেও সেই সাফল্য ধরে রাখতে চান অক্ষয় কুমার ও নির্মাতারা। এই উদ্দেশ্যে চলচ্চিত্রটির কাস্টিং থেকে চিত্রনাট্য—প্রতিটি বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
