ফুটবল ইতিহাসের অন্যতম বিরল ঘটনা হলো রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সরাসরি আন্তক্লাব দলবদল। ২০০০ সালে লুইস ফিগোর দলবদলের সময় এই দুই ক্লাবের দ্বন্দ্ব ও উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, এরপর তারা সচেতনভাবে একে অন্যের সঙ্গে দলবদল এড়িয়ে চলতে থাকে।
রিয়াল থেকে সরাসরি বার্সায় খেলোয়াড় যাওয়া সর্বশেষ ঘটেছিল ১৯৯৬ সালে, যখন লুইস এনরিকে চুক্তি শেষে ফ্রি ট্রান্সফারে বার্সায় যোগ দেন। প্রায় ২৯ বছর পর সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে চলতি দলবদলে। এবার যিনি রিয়াল ছেড়ে বার্সায় যেতে পারেন বলে শোনা যাচ্ছে, তিনি ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো।
কিছুদিন ধরেই রদ্রিগোর রিয়াল ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রিয়ালের নতুন কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি নেই। তাই চাইলে অন্য কোথাও চলে যেতে পারেন রদ্রিগো।
এই খবর ছড়ানোর পর লিভারপুলসহ বিভিন্ন ক্লাবের সঙ্গে রদ্রিগোর নাম জড়ালেও এখন নতুন করে আলোচনায় এসেছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল স্পোর্তে জানিয়েছে, রদ্রিগোর দলবদল পরিস্থিতির দিকে নজর রাখছে বার্সা।
মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্সা রদ্রিগোর সঙ্গে যোগাযোগও করেছে বলে দাবি করা হয়েছে। যদিও এখনো দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। তবে রদ্রিগো যদি ক্লাব ছাড়তে চান, তাহলে বার্সা দর–কষাকষি শুরু করতে প্রস্তুত রয়েছে।
২০১৯ সালে সান্তোস থেকে ৪ কোটি ৫০ লাখ ইউরোতে রিয়ালে যোগ দেন রদ্রিগো। চমৎকার নৈপুণ্য দেখিয়ে ক্লাবেও নিজের জায়গা পাকা করেছিলেন। এরপর ২০২৩ সালের নভেম্বরে তার সঙ্গে ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করে রিয়াল।
কিন্তু আলোনসোর আগমনের পর রদ্রিগোর রিয়ালে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। শোনা যাচ্ছে, রদ্রিগোর জন্য রিয়াল অন্তত ১০ কোটি ইউরো চাইছে। এই বড় অঙ্কও দলবদলে বড় প্রভাব ফেলতে পারে।
বার্সার পাশাপাশি রদ্রিগোর ওপর নজর রেখেছে ইংলিশ ক্লাব আর্সেনাল ও লিভারপুলও। সব মিলিয়ে এই ব্রাজিলিয়ান তারকাকে ঘিরে শিগগিরই জমে উঠতে পারে ত্রিমুখী লড়াই। তবে শেষ পর্যন্ত রদ্রিগো যদি বার্সায় যোগ দেন, সেটি রিয়াল–বার্সার দলবদলের ইতিহাসে নতুন একটি বাঁক হয়ে থাকবে।