আমিনুলের ক্রিকেটে ফেরার গল্প: বিসিবি সভাপতির দায়িত্বে নতুন মিশন তাঁকে ঘিরে

তাঁকে ঘিরেআগ্রহের শেষ ছিল না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এ কাজ করলেও দেশের ক্রিকেটে সরাসরি যুক্ত ছিলেন না, সেই প্রশ্ন বহুবার শুনতে হয়েছে তাঁকে। এবার সেই জবাব দিতেই যেন সামনে এলেন আমিনুল ইসলাম—নতুন বিসিবি সভাপতি হিসেবে সংবাদ সম্মেলনে জানালেন তাঁর আসার পেছনের কারণ।

প্রথমেই জানান, কীভাবে এই দায়িত্বে এলেন। গত মাসের শেষ দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছ থেকে ফোন পেয়েছিলেন আমিনুল। ফোনে জানতে চাওয়া হয়, তিনি কি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চান? তখনো নির্দিষ্ট কোনো দায়িত্বের কথা বলা হয়নি, তবে সেই ফোন পেয়েই সিদ্ধান্ত নেন যুক্ত হওয়ার।

“আমাকে বলা হয়, একটা সুযোগ দেওয়া হবে—আপনি কি তা গ্রহণ করবেন? আমি সব সময় অপেক্ষা করতাম এমন একটি ডাকের জন্য। সেই ডাক যখন পেলাম, পেছনে তাকাইনি। আমার একটাই লক্ষ্য—এই ডাকের সম্মান রাখা,” বলেন আমিনুল।

এরপরের ঘটনাগুলো ঘটে খুব দ্রুত। গতকাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদকে বিসিবির পরিচালক পদে মনোনয়ন বাতিল করে। ফলে তাঁর সভাপতির দায়িত্বও চলে যায়। রাতেই আমিনুলকে কাউন্সিলর করে এনএসসি, আজ বিকেলে তাঁকে পরিচালক পদে মনোনয়ন দেওয়া হয় এবং সন্ধ্যায় বোর্ড সভায় পরিচালকেরা তাঁকে সভাপতি মনোনয়ন করেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে আমিনুল বলেন, “এটা আমার জীবনে নতুন একটি অধ্যায়। এটা একদিকে পরীক্ষা, অন্যদিকে সুযোগ। আমি চেষ্টা করব বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে। আমার বিশ্বাস, শুধু ১১ জন নয়, পুরো দেশ ক্রিকেট খেলে।”

অনেক আগে থেকেই দেশের ক্রিকেটে কাজ করার ইচ্ছা ছিল বলে জানান আমিনুল। তবে এত অল্প সময়ের জন্য কেন আসা—এই প্রশ্নের উত্তরে বলেন, “আমি পেশাদার। ক্রিকেট আমার পেশা। একসময় খেলতাম, এখন উন্নয়নে কাজ করছি। এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যদি ভালো করি, এই কাজটা আইসিসিতেও করতে পারি, আবার এখানেও থাকতে পারি—তা এখনই বলা যাচ্ছে না। আপাতত লক্ষ্য, অল্প সময়েই ভালো কিছু করা।”

সভাপতি হিসেবে বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অক্টোবর মাসে। নিজের মেয়াদকে তিনি তুলনা করেছেন টি-টোয়েন্টি ম্যাচের সঙ্গে।

“আমার সময়টা কম। জানি, টেস্ট পাঁচ দিনের, ওয়ানডে সাত ঘণ্টার। আমি এসেছি একটি কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে। এমন একটা ইনিংস খেলব, যেটা মনে রাখবেন। চাই, সবাই ক্রিকেট খেলুক। এই ধারাটাই শুরু করে রেখে যেতে চাই,” বলেন তিনি।