জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইস্কাটনে এনসিপির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো কমিশন হয়েছে। শ্রম কমিশন হয়েছে। কিন্তু এই কমিশন নিয়ে কোনো আলোচনা নেই। স্বাস্থ্য কমিশন নিয়েও কোনো আলোচনা নেই। মানুষের জীবনের সঙ্গে যে জনসেবামূলক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জড়িত, তাদের সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই। শুধু নির্বাচনকেন্দ্রিক ছয়টি সংস্কার কমিশন নিয়ে ঐকমত্য কমিশন গঠন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সেখানেও গণতন্ত্রের জন্য সবার ভালো উদ্দেশ্য আমরা দেখতে পাইনি। ফলে আমরা মনে করি, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক রূপান্তরের লড়াই—যেটিকে আমরা বলছি বৈষম্যবিরোধী সমাজব্যবস্থা, ইনসাফভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা—সেই ব্যবস্থার জন্যই আমরা লড়াই করব। ছাত্র, শ্রমিকসহ সব পেশাজীবী মানুষ একত্র হয়ে এই লড়াই করবেন।’
বাংলাদেশের উন্নয়নের কেন্দ্রে মানবিক মর্যাদা থাকতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে যে উন্নয়নের গল্প শোনানো হয়েছে, প্রবৃদ্ধির গল্প শোনানো হয়েছে, সেই কাঠামো থেকে দেশকে বের করতে হবে। সব উন্নয়নের কেন্দ্রে থাকতে হবে মানবিক মর্যাদা, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং শ্রমিকের ন্যায্য হিস্যা। এই মর্যাদাপূর্ণ জীবনব্যবস্থা, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও দায়-দরদের সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘জাতীয় শ্রমিক শক্তি আজ আত্মপ্রকাশ করছে, রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। অন্যদিকে এই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে। আমরা সব সময় জানি, রাজপথের শক্তিই জয়ী হয়। ইনশা আল্লাহ, জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে। জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে, শ্রমিকের অধিকার আদায়ের রাজনীতি করবে।’
বাংলাদেশে এখনো শ্রমিকেরা ন্যায্য মজুরির জন্য লড়াই করছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘গার্মেন্টসে আগুন লাগছে, বস্তিতে আগুন লাগছে, কলকারখানায় আগুন লাগছে। শ্রমিক মারা গেলে দুই-তিন লাখ টাকায় জীবনের দাম নির্ধারণ করা হয়। শ্রমিকের জীবনের কোনো মূল্য হয় না। শ্রমিকের শ্রমকে শুধু অর্থনৈতিক শোষণের কেন্দ্রে ভাবলে চলবে না। দেশে যে লুটপাট ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে, সেখান থেকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে হবে।’
ফ্যাসিবাদী আমলে যেসব রাঘব, মাফিয়া অলিগার্ক ছিল, তাদের বিচারের আওতায় আনা হয়নি বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘এই রাঘব, মাফিয়া অলিগার্কদের ব্যবসা এখনো রক্ষা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সুরক্ষা দেওয়া হচ্ছে সেই মাফিয়াদের, যারা শ্রমিকদের এতকাল ধরে শোষণ করেছে। তাই আমরা সেই অলিগার্কি ব্যবস্থার পরিবর্তন চাই।’
অনুষ্ঠানে নতুন সংগঠনের নেতাদের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। তিনি জানান, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাজহারুল ইসলাম ফকির, সদস্যসচিব শ্রমিকনেতা রিয়াজ মোর্শেদ এবং মুখ্য সংগঠক শ্রমিক নেতা আরমান হোসেন।