ঢাকার গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন এক ঘণ্টারও কম সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টা ৩ মিনিটে মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একে একে মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল ইনচার্জ তালহা বিন জসীম জানান, আগুন লাগার পরপরই দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করা হয় এবং সকাল ১১টা ১২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে পঞ্চম তলার কিছু দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসায় মার্কেটের ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।
