ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বুধবার সকাল ১১টায় জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান। হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি কেট ওয়ার্ডও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
সাক্ষাতে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসানও উপস্থিত ছিলেন।
সাক্ষাতের পর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ হাই কমিশনার আমিরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন।”
তিনি আরও জানান, সাক্ষাতে দেশের সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘু ও রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।