ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের পুরান বাউশিয়ায় বাসচাপায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহপাঠী ও স্থানীয়রা।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ।
নিহত শিক্ষার্থীর নাম শ্রাবন্তী আক্তার (১৪)। তিনি গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী এবং চরবাউশিয়া গ্রামের হানিফ মিয়ার মেয়ে।
ওসি আনোয়ার আলম আজাদ বলেন, শনিবার সকালে শ্রাবন্তী লোকাল গাড়ি থেকে নেমে রাস্তা পার হয়ে স্কুলে যাওয়ার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিল। এসময় স্টার লাইন পরিবহনের ঢাকামুখী একটি বেপরোয়া গতির বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শ্রাবন্তী।
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে শিক্ষার্থীরা স্টার লাইন পরিবহনের ছয়টি বাস আটকে রাখে এবং ওই পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেয়।
ওসি আজাদ আরও জানান, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
