শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবার রাত ৯টার পর জারি করা এক অফিস আদেশে বিমানের ফ্লাইট সেফটি বিভাগের পরিচালককে প্রধান করে কমিটি করা হয়। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন প্রতিনিধি ছাড়াও কমিটিতে রয়েছেন করপোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি বিভাগের জিএম, কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, নিরাপত্তা বিভাগের ডিজিএম, কার্গো রপ্তানি বিভাগের ডিজিএম এবং ইন্স্যুরেন্স বিভাগের একজন ডিজিএম।
অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশমালা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমদানি ও রপ্তানি কার্গো হ্যান্ডলিংয়ের পুরো কার্যক্রম তত্ত্বাবধান করে।
শনিবার বেলা সোয়া ২টার দিকে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের কুরিয়ার অংশে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ছাড়াও সিভিল অ্যাভিয়েশন, আনসার, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
ঘটনার পর দুপুর সাড়ে ৩টা থেকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে এক ডজনের বেশি ফ্লাইট বিকল্প হিসেবে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণ করে।
প্রথমে সন্ধ্যা ৬টা পর্যন্ত এয়ারফিল্ড বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও পরে সময় বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত করা হয়।