দেশত্যাগে নিষেধাজ্ঞা বিএফআইইউর সাবেক প্রধান শাহীনুল ইসলাম ও তার স্ত্রীর

চাকরি হারানোর পর এবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর সাবেক প্রধান এএফএম শাহীনুল ইসলাম দেশত্যাগে নিষেধাজ্ঞা পেয়েছেন। তার স্ত্রী সুমা ইসলামের দেশত্যাগেও আদালত নিষেধাজ্ঞা দিয়েছে।

‘আপত্তিকর’ ভিডিও সামনে আসার পর গত সেপ্টেম্বরে শাহীনুল ইসলামের নিয়োগের চুক্তি বাতিল করেছিল সরকার। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক রাসেল রনির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শাহীনুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, শাহীনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা যায়, শাহীনুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশে যাওয়া থেকে বিরত রাখা আবশ্যক বলে মনে করছে দুদক।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহীনুল ইসলামকে চলতি বছরের জানুয়ারিতে দুই বছরের জন্য বিএফআইইউ প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে নয় মাসের মাথায় গত ৯ সেপ্টেম্বর তার চুক্তি বাতিল করা হয়।

অগাস্টের মাঝামাঝিতে ফেসবুকে তার একটি ‘আপত্তিকর’ ভিডিও সামনে আসার পর ১৯ আগস্ট থেকে তিনি বাধ্যতামূলক ছুটিতে ছিলেন। তখন অর্থ মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

ফেসবুকে শাহীনুল ইসলামের একটি ভিডিও ১৮ অগাস্ট ছড়িয়ে পড়ে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরের দিন তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত বিএফআইইউ অফিসে উপস্থিত ছিলেন না।

তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “বিএফআইইউ প্রধানকে নিয়ে তদন্ত চলছে। যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। এখন তাকে ছুটিতে রাখা হয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”