জনস্বার্থে নয়জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার

ক্ষমতার পালাবদলের পর দীর্ঘদিন ধরে ওএসডি (Officer on Special Duty) অবস্থায় থাকা নয়জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন ২০১৮–এর ৪৫ ধারার বিধান অনুসারে তাদেরকে ‘জনস্বার্থে’ অবসর দেওয়া হয়েছে।

অবসরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান, এবং সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ফরিদ উদ্দিন আহমদ, এ কে এম মতিউর রহমান ও শফিউল আজিম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় তারা সরকারি চাকরি আইন অনুযায়ী অবসর সুবিধা প্রাপ্য হবেন। উক্ত আইনের ৪৫ ধারায় উল্লেখ আছে— কোনো সরকারি কর্মকর্তা ২৫ বছর চাকরি সম্পন্ন করলে সরকার চাইলে জনস্বার্থে, কোনো কারণ না দেখিয়েই, তাকে অবসর দিতে পারে।

অবসরপ্রাপ্তদের মধ্যে সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক।
সিনিয়র সচিব মো. মশিউর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব পদ থেকে ওএসডি করা হয়েছিল।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক সচিব মো. সামসুল আরেফিনও ওএসডি অবস্থায় ছিলেন।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রাক্তন সচিব মো. আজিজুর রহমান, ওএসডি হওয়ার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক (গ্রেড-২) পদে দায়িত্ব পালন করেছিলেন।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল আলমকেও একইভাবে ওএসডি করা হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদও ছিলেন তালিকায়।
এ কে এম মতিউর রহমান ২০২৪ সালের সেপ্টেম্বরে সচিব পদে পদোন্নতি পান, তবে মাত্র দুই দিনের মাথায় তাকে ওএসডি করা হয়।
সচিব শফিউল আজিম ৩ ডিসেম্বর নির্বাচন কমিশনের সচিব পদ থেকে ওএসডি হয়েছিলেন।