দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ ইতোমধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অল্প বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মঙ্গলবার সকালেই লঘুচাপটি তৈরি হয় এবং এর মধ্যেই এটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। তিনি বলেন, “এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে অল্প বৃষ্টিপাত হতে পারে।”
গত কয়েকদিন ধরেই রাজধানীসহ সারাদেশে রোদের তীব্রতা বেড়েছে। এ অবস্থা আর কতদিন স্থায়ী হতে পারে—জানতে চাইলে ওমর ফারুক বলেন, “তিন-চার দিন পর তাপমাত্রা কিছুটা কমে আসবে। তবে মাসের বাকি দিনগুলোতেও আবহাওয়া মোটামুটি এমনই থাকবে।”
এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে তিনি জানান।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে—৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।