অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে সভাপতি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পাঁচ সদস্যের এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
কমিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়গুলোতে সরকারকে পরামর্শ দেবে। পাশাপাশি প্রয়োজনবোধে যে কোনো কর্মকর্তাকে কমিটির কাজে সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়ার ক্ষমতাও থাকবে কমিটির হাতে।
এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, কমিটি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে দেওয়া প্রস্তাবগুলো পর্যালোচনা করবে। বিশেষ করে বেসরকারি টেলিভিশনের লাইসেন্স ইস্যুতে অস্বচ্ছতার যে বিষয়গুলো প্রতিবেদনে উঠে এসেছে, সেগুলো পর্যালোচনা করে কীভাবে স্বচ্ছতা আনা যায় সে বিষয়ে পরামর্শ দেবে কমিটি।
এ ছাড়া সম্প্রতি অনুমোদন পাওয়া দুটি বেসরকারি টেলিভিশনের বিষয়ও পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।