শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধ, স্কুলছাত্র খুন

গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক স্কুলছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক যুবকের বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ ফালু মার্কেট সংলগ্ন সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল।

নিহত জিহাদ হাসান জয় (১৫) ওই এলাকার মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের বাবা বোরহান জানান, ফুটবল খেলা নিয়ে জয়ের সঙ্গে রাতে একই এলাকার মোজাম্মেল হক ও তার বন্ধুদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুরি এনে জয়কে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা জয়কে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সোয়া ১২টার দিকে জয় মারা যায়।

জয়ের মৃত্যুর খবরে স্থানীয়রা মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিলে ঘরের আসবাবপত্র পুড়ে যায়।

শ্রীপুর থানার ওসি জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করে। ছাত্র হত্যার ঘটনায় চারজনকে আসামি করে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।