ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ১২ দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেলে পোড়া কারখানা ভবন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান। তিনি বলেন, “লাশটির এক পাশ পুড়ে গেছে, অন্য পাশ গলে গেছে। চুল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন নারীর দেহ।”
তিনি আরও জানান, ওই অগ্নিকাণ্ডে এ নিয়ে মোট ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজন নারী নিখোঁজ রয়েছেন বলে মৌখিকভাবে তথ্য পাওয়া গেছে। ডিএনএ পরীক্ষা শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৪ অক্টোবর রূপনগরের একটি রাসায়নিকের গুদাম ও পাশের পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগে। সেদিনই উদ্ধারকর্মীরা কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের দেহ উদ্ধার করেন।
মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, “পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে এতদিন ভেতরে প্রবেশ সম্ভব হয়নি। আগের যে জায়গা থেকে মরদেহগুলো পাওয়া গিয়েছিল, সেখান থেকেই সর্বশেষ লাশটি উদ্ধার করা হয়েছে।”
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম জানান, নিহত ১৬ জনের মধ্যে ১০ জনকে স্বজনরা দেখে শনাক্ত করেন। সবার ডিএনএ নমুনা নেওয়া হয় এবং গত ১৯ অক্টোবর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
নিহতদের নাম: আব্দুল আলিম (১৪), আসমা আক্তার (১৩), মুক্তা বেগম (৩০), তোফায়েল আহমেদ (২২), নাজমুল ইসলাম (৪০), নার্গিস আকতার (১৮), জয় মিয়া (২০), মোনা আক্তার সামিয়া (১৪), মাহিরা (১৪), আল মামুন (৩৮), ছানোয়ার হোসেন (২৪), ফারজানা আক্তার (১৫), মৌসুমি খাতুন (২৩), রবিউল ইসলাম (২০), নুর আলম সরকার (২৩) ও খালিদ হাসান (৩০)।
