সঞ্চয়পত্রে মুনাফার হার কমল, বাড়ছে মধ্যবিত্তের চাপ

আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সোমবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন হবে ৯ দশমিক ৭২ শতাংশ।

কম বিনিয়োগের ক্ষেত্রে সুদহার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে, আর বেশি বিনিয়োগে কম। এ ক্ষেত্রে বিনিয়োগসীমা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫০ লাখ টাকা।

আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকার নিয়মিতভাবে সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণ করে থাকে।

২০২৫–২৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি। এখন আবার সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছে।

দীর্ঘ সময় ধরে চলমান মূল্যস্ফীতির মধ্যে নতুন অর্থবছরের শুরুতেই মধ্যবিত্ত শ্রেণির ওপর আর্থিক চাপ আরও বাড়ল।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন যেসব সঞ্চয়পত্র রয়েছে, তার মধ্যে পরিবার সঞ্চয়পত্র সবচেয়ে জনপ্রিয়।

এ সঞ্চয়পত্রে এত দিন সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর পূর্তিতে মুনাফার হার ছিল ১২ দশমিক ৫০ শতাংশ; এখন তা কমে হয়েছে ১১ দশমিক ৯৩ শতাংশ।

আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ; এখন তা কমিয়ে ১১ দশমিক ৮০ শতাংশ করা হয়েছে।

পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফার হার ছিল ১২ দশমিক ৫৫ শতাংশ; এখন তা হয়েছে ১১ দশমিক ৯৮ শতাংশ। বেশি বিনিয়োগে এ হার ১২ দশমিক ৩৭ থেকে কমে হয়েছে ১১ দশমিক ৮০ শতাংশ।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১২ দশমিক ৪০ থেকে কমিয়ে ১১ দশমিক ৮৩ শতাংশ করা হয়েছে। বেশি বিনিয়োগে এ হার ১১ দশমিক ৮০ শতাংশ।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে আগে মুনাফার হার ছিল ১২ দশমিক ৩০ শতাংশ; এখন তা কমে হয়েছে ১১ দশমিক ৮২ শতাংশ।

সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে এ হার ১২ দশমিক ২৫ থেকে কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৭৭ শতাংশে।

ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবেও মুনাফার হার কমেছে। তিন বছর মেয়াদে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১১ দশমিক ৮২ এবং বেশি বিনিয়োগে তা ১১ দশমিক ৭৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত থাকবে।

১ জুলাই ২০২৫-এর আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমে ইস্যুকালীন মুনাফার হারই প্রযোজ্য থাকবে। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে নতুন হার কার্যকর হবে।

ছয় মাস পর মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে।