উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে ম্যাগাজিন ধরা পড়ার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় ছয়টি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে—
- সব ধরনের ভিআইপি বা ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় মনোযোগ বৃদ্ধি।
- এভিয়েশন সিকিউরিটি সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান।
- সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা প্রদান।
- মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর উচ্চঝুঁকির ব্যাগ হাতে পরীক্ষা বাধ্যতামূলক করা।
- বিমানবন্দরে প্রবেশের সময় ফায়ার আর্ম বহনকারীর পূর্বানুমতি নিশ্চিত করা এবং রেকর্ড সংরক্ষণ।
- নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধের নির্দেশনা প্রদান।
গত রোববার মরক্কো যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতব্যাগে একটি ম্যাগাজিন ধরা পড়ে।
এ নিয়ে আলোচনার মধ্যে উপদেষ্টা একটি ফেইসবুক পোস্টে বলেন, “ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়।”
ম্যাগাজিনটি তার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের বলেও দাবি করেন তিনি।
এ ঘটনার একদিন পর শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদারের কথা জানায়।