মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম নগরীতে অতি ভারি বর্ষণে কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
বুধবার বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিসে ১৫৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭০ দশমিক ৬ মিলিমিটার।
সকালের অতি ভারি বৃষ্টিতে নগরীর জিইসি মোড়, তিন পোলের মাথা, কাতালগঞ্জ, চকবাজার, হালিশহর, বাকলিয়া, আগ্রাবাদ, গোয়ালপাড়া ও ইপিজেড এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। পানি উঠেছে পাঁচলাইশ ও মেহেদীবাগ এলাকাতেও। পানি ডিঙিয়ে যানবাহন চলাচল করেছে এসব এলাকায়।
সকাল থেকে বৃষ্টিতে অফিসগামী মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীসহ রাস্তায় বের হওয়া মানুষরা ভোগান্তিতে পড়েন। নগরীর ব্যস্ততম জিইসি মোড় ও তিন পোলের মাথা এলাকায় হাঁটু সমান পানি জমে যায়। রিকশা ও অন্যান্য যানবাহনকেও পানির মধ্যে দিয়ে চলাচল করতে হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ও লঘুচাপের কারণে ভারি বৃষ্টি হচ্ছে। আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে দু–একদিন পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।
নগরীর গোলাম রসুল মার্কেটের নিচতলায়ও পানি উঠে গেছে। সেখানকার এক দোকানি সাইফুল আলম বলেন, “প্রতি বর্ষায় মার্কেটের নিচতলায় পানি উঠে। আজকেও সকাল থেকে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এখন পানি উঠে গেছে।”
চকবাজারের কে বি আমান আলী সড়কের বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, “সকালে বাসা থেকে বেরিয়ে দেখি রাস্তায় পানি জমে আছে। ভিজে ভিজে পানির ভিতর হেঁটে কাজে রওনা হয়েছি।”
সকালে বৃষ্টির কারণে সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনও বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
এ কারণে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুরের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।