এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫ জনে।
শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৪৬০ জনে।
বুলেটিনে জানানো হয়, সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুন মাসে—১৯ জন। জানুয়ারিতে মারা যান ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন এবং জুলাই মাসে (এ পর্যন্ত) মারা গেছেন ১৩ জন।
এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মাসওয়ারি চিত্র অনুযায়ী জানুয়ারিতে ভর্তি হন ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫৯৫১ জন এবং জুলাই মাসে (এ পর্যন্ত) ভর্তি হয়েছেন ৪১৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে—১২৮ জন। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৮৩ জন, ঢাকা বিভাগের অন্য জেলাগুলোতে ৩৯ জন, ময়মনসিংহে ১১ জন, চট্টগ্রামে ৪১ জন, খুলনায় ৩০ জন, রাজশাহীতে ৫৭ জন এবং রংপুরে ২ জন।
এখন দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন আছেন ১৩০২ জন রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৮৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৯১৭ জন চিকিৎসা নিচ্ছেন।
২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ (১ লাখ ১ হাজার ২১১ জন)। আর মৃত্যু হয়েছে ৫৭৫ জনের, যা দ্বিতীয় সর্বোচ্চ।