হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ঢাকায়, শেষ হলো এবারের হজ অভিযান

সৌদির মক্কায় হজ শেষে দেশের হজযাত্রীদের বহনকারী শেষ ফ্লাইট ঢাকায় ফিরছে শুক্রবার। আর এর মধ্য দিয়ে চলতি বছরের হজের ফিরতি ফ্লাইট শেষ হতে চলেছে।

ফিরতি ফ্লাইটে বৃহস্পতিবার রাত পর্যন্ত দেশে ফিরেছেন ৮২ হাজার ৪১৬ জন হাজি।

ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন শুক্রবার বিকালে বলেন, “অবশিষ্ট হজযাত্রীরা আজকের মধ্যেই দেশে ফিরবেন। হজযাত্রীদের বহনকারী অবশিষ্ট ফ্লাইটগুলো এরইমধ্যে ঢাকায় পৌঁছে যাওয়ার কথা। পোর্টালে (ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টাল) এখনও আপডেট করা হয়নি।”

মন্ত্রণালয়ের হজ পোর্টালের সবশেষ বুলেটিন অনুযায়ী, ২১৫টি ফ্লাইটে এসব হজযাত্রীরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৬টি, সৌদিয়া এয়ারলাইন্স ৭৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৪টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ শেষে ফিরে আসা হাজিদের মধ্যে বিমান ৩৬ হাজার ৮৩৩ জন, সৌদিয়া এয়ারলাইন্স ২৭ হাজার ৮১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২ হাজার ১৬৯ জন হাজিকে ফিরিয়ে এনেছে। এছাড়া, অন্যান্য এয়ারলাইন্স পরিবহন করেছে ছয় হাজার ৩৩৩ জন হাজি।

গেল ১০ জুন এবারের হজের প্রাক ফ্লাইট শুরু হয়। ১ জুন প্রাক ফ্লাইট শেষ হয়। আর ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন, যা শেষ হচ্ছে ১১ জুলাই।

এ বছর হজে যেতে নিবন্ধন করেছিলেন ৮৭ হাজার ১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে নিবন্ধন করেন পাঁচ হাজার ২০০ জন; আর বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন ৮১ হাজার ৯০০ জন।

গেল পাঁচ জুন হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে ৭০টি লিড এজেন্সি বেসরকারিভাবে হজ কার্যক্রম পরিচালনা করে।

হজে গিয়ে এ বছর ৪৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। বর্তমানে ১০ জন হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।