সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ে যে আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়, সেই আন্দোলনের মূল কারণ ছিল বেকারত্ব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, দেশ এখনো সেই সমস্যার মধ্যেই রয়েছে।
জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ বলেন, “আমরা গত বছর জুলাইয়ে ঠিক এই সময়ই অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছি এবং যার রুট কজটা ছিল আনএমপ্লয়মেন্ট। এখনও আমরা সেই সমস্যার মধ্যেই আছি। খুব বেশি উন্নতি হয়নি। আবার রাতারাতি সমাধানও সম্ভব নয়। যেহেতু আমাদের ৩৫ বছরের নিচে ৬৩ শতাংশ জনসংখ্যা রয়েছে, যা এখনো নজিরবিহীন। খুব কম দেশেই এমন অবস্থা আছে।”
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস হলে বিডা ও ইউএনডিপির উদ্যোগে আয়োজিত তরুণ উদ্যোক্তাদের সমস্যা নিয়ে এক কর্মশালায় অতিথি হয়ে এসব কথা বলেন তিনি।
বেকারত্বকে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “যে পরিসরে কাজ হওয়া উচিত, ততটা আমরা করতে পারছি না। তবে আমরা দক্ষভাবে কাজ করার চেষ্টা করছি এবং সামনের প্রতিক্রিয়াগুলো সেভাবে নেয়ার দিকে মনোযোগ দিচ্ছি।”
নিজেকেও যুবাদের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “যদি আমাদের এই ৬৩ শতাংশ যুব জনগোষ্ঠীকে সঠিকভাবে কাজে লাগাতে না পারি, তাহলে খুব ভালো কিছু আশা করা সম্ভব হবে না। সেই বাস্তবতায় আমাদের উদ্যোক্তাদের আরও বেশি সহযোগিতা করতে হবে।”
সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ বিষয়ে কাজ করা হচ্ছে।
কর্মশালায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিডা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের জন্য প্রধান উপদেষ্টার কাছে একটি কমিটি করার প্রস্তাব দেওয়া হবে।