জামায়াত নেতা তাহের: আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, জনগণই আগামী নির্বাচনে জিতবে

গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন দেশে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি বলেন, “আওয়ামী লীগ কী করেছে সেটা বলতে চাই না, ‘গণ কেইস’। এ দেশে তাদের আর ফেরার কোনো সম্ভাবনা নেই। তারা একেবারেই অপ্রাসঙ্গিক।”

তিনি আরও বলেন, “যারা পুরনো কায়দায় এই দেশে আবার শাসন করতে চায়, জনগণ তাদের সেই সুযোগ দেবে না। জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ চায়।”

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তাহের বলেন, “সংস্কার সবাই বলে মানি। কিন্তু মিটিংয়ে বসলে দেখি অনেকে মানি না ভাব দেখান। সমস্যাটা কোথায়? সংস্কার তো সবার জন্যই কল্যাণকর। যারা চান না, তাদের কোনো মতলব আছে।”

তিনি আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, “পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না। টাকা দিয়ে ভোট কেনার সুযোগও থাকবে না। তাই যারা মতলব হাসিল করতে চায়, তারা এই পদ্ধতি চায় না। স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা মানেই নতুন বাংলাদেশ গড়ার পথে দায়িত্বশীলতা।”

তাহের আরও বলেন, “অনেকে বলেন, সংস্কার হচ্ছে, কিন্তু এর আইনগত ভিত্তি কীভাবে হবে? আগামী সংসদে এটি দেওয়া হবে। তাহলে আপনারা ধরে নিচ্ছেন, আগামী সংসদে আপনারাই জিতবেন? নাকি দখল করবেন?

“জামায়াত চায়, আগামী নির্বাচনে জনগণ জিতুক। জনগণ যাদের ভোট দেবে, তারাই জিতুক। বাংলাদেশপন্থিরাই জিতুক, চাঁদাবাজ বিরোধীরাই জিতুক, সুশাসনের পক্ষের শক্তিই জিতুক।”