কেবিন প্রেসারে ত্রুটির সংকেত, উড়াল দেওয়ার এক ঘণ্টা পর ফিরে এলো বিমানের ফ্লাইট

উড্ডয়নের এক ঘণ্টা পর কেবিন প্রেসারে ত্রুটির সংকেত পাওয়ায় ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবের দাম্মামগামী একটি ফ্লাইট।

সোমবার বিকালের এ ঘটনার পর যাত্রীদের বিকল্প উড়োজাহাজে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্বে) আল মাসুদ খান।

ত্রুটির সংকেত পাওয়া বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজটি ফিরে আসার পর বিমানের প্রকৌশলীরা সেটি পরীক্ষা করেন এবং জানান, উড়োজাহাজটির সবকিছু ঠিক আছে। তাই রাতেই অন্য একটি রুটে উড়োজাহাজটি ব্যবহার করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।

বিমান বাংলাদেশ ও বিমানবন্দরের কর্মকর্তারা জানান, বিজি-৩৪৯ ফ্লাইটটি বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে এক ঘণ্টা আকাশে উড়ে জ্বালানি খরচ করার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ৪৫০ যাত্রী ধারণক্ষম এ উড়োজাহাজটি প্রায় পূর্ণ যাত্রী নিয়ে দাম্মামের উদ্দেশে যাত্রা করেছিল।

বিমানের ব্যবস্থাপক আল মাসুদ খান বলেন, “উড়োজাহাজটি টেকঅফের পর কেবিন প্রেসারের একটি সংকেত দেখতে পান পাইলট। ঝুঁকি না নিয়ে তিনি ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে আনেন।”

এর আগে গত ১৬ জুলাই রাতেও যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার গ্রাউন্ডেড করা হয়।

সেই ফ্লাইটের চাকায় ত্রুটি দেখা দেওয়ায় নতুন যন্ত্রাংশ পাঠিয়ে তা মেরামত করে ৩০ ঘণ্টা বিলম্বে দেশে ফিরিয়ে আনা হয়।

পরে ২৪ জুলাই দুবাই থেকে চট্টগ্রামগামী আরেকটি বোয়িং ড্রিমলাইনার উড়াল দেওয়ার কিছুক্ষণ পর ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ না হওয়ায় চট্টগ্রামে ফিরে আসে। ত্রুটি মেরামতের পর সেটি দুই ঘণ্টা পর আবার ঢাকার উদ্দেশে যাত্রা করে।