১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা আগামী আগস্ট মাসে চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

এর আগে ১০ আগস্ট প্রকাশ করা হবে খসড়া তালিকা। এই তালিকা নিয়ে সংশোধন, দাবি বা আপত্তি থাকলে তা জমা দেওয়ার শেষ সময় ২১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার হালনাগাদ ভোটার তালিকা-২০২৫ এর খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সূচি ঘোষণা করে নির্বাচন কমিশন।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এই তথ্য জানান।

ভোটার তালিকা আইন সংশোধনের মাধ্যমে বছরের যেকোনো সময় খসড়া তালিকা প্রকাশের ক্ষমতা পায় নির্বাচন কমিশন। এরপরই চলতি বছর বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত নেয় কমিশন।

এর আগে জুলাই মাসে খসড়া তালিকা প্রকাশের কথা জানিয়েছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ। তিনি বলেছিলেন, “হালনাগাদের ভুলত্রুটির কাজ ১০ জুলাইয়ের মধ্যে শেষ হয়েছে। নিবন্ধনের সময় ৮৭ শতাংশ ডেটা নির্ভুল হয়েছে, করণিক ত্রুটি ছিল ১৩ শতাংশ। সবকিছু সংশোধন করা হয়েছে।”

চলতি বছরের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

এরপর ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন।

১০ আগস্ট যেই হালনাগাদ তালিকার খসড়া প্রকাশ করা হবে, সেখানে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হবেন।

মৃত ভোটারদের বাদ দিয়ে এবং নতুন ভোটারদের যুক্ত করে ৩১ আগস্ট যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, তাতে ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় পৌনে ১৩ কোটিতে। এরা সবাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রতিটি উপজেলা নির্বাচন কার্যালয়সহ স্থানীয় পর্যায়ে খসড়া তালিকা উন্মুক্ত স্থানে টাঙিয়ে দেওয়া হবে।

সংশোধন, দাবি ও আপত্তি নিষ্পত্তি করে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।