যুক্তরাষ্ট্র ব্রাজিলের ওপর ৫০% আমদানি শুল্ক আরোপ, বিচারক মোরেসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

ব্রাজিলের ওপর ৫০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার (৩০ জুলাই) এই আদেশে সই করার পাশাপাশি তিনি ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেসের ওপরও নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা দেন।

মার্কিন কর্মকর্তারা জানান, বিচারক মোরেসের বিরুদ্ধে ‘বিচারের আগেই আটক’ এবং ‘মত প্রকাশের স্বাধীনতা দমন’ করার অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, মোরেস ব্রাজিলের সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারো ও তার সহযোগীদের বিরুদ্ধে ২০২২ সালের নির্বাচনের পর ‘অভ্যুত্থান চেষ্টার’ তদন্তে নেতৃত্ব দিচ্ছেন।

ট্রাম্পের অভিযোগ, বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার নেতৃত্বাধীন সরকার মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে এবং বলসোনারোকে ‘রাজনৈতিকভাবে হয়রানি’ করছে। এ জন্যই তিনি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এই শুল্ক থেকে কিছু গুরুত্বপূর্ণ পণ্য—যেমন কমলার রস, নির্দিষ্ট বিমানের যন্ত্রাংশ ও জ্বালানি—ছাড় পেয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

ট্রাম্পের নির্বাহী আদেশে সরাসরি উল্লেখ করা হয়, ব্রাজিলে “রাজনৈতিক নিপীড়ন, সেন্সরশিপ ও ভয়ের পরিবেশ” তৈরি হয়েছে এবং বলসোনারোর বিচার তারই অংশ।

এর জবাবে ব্রাজিলও হুমকি দিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পাল্টা জবাব তারা দেবে। উল্লেখ্য, চীনের পর যুক্তরাষ্ট্রই ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। ফলে এই সিদ্ধান্ত ব্রাজিলের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।