হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো জেলা ১৫ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল।
শুক্রবার বেলা ১১টার দিকে শহর ও কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয় বলে জানান হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মনজুর মোরশেদ।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটে। এরপর থেকে পুরো হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ না থাকায় দেখা দেয় পানির তীব্র সংকট।
শুক্রবার সকালে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, অনেকেই পুকুরে গোসল সেরেছেন। পুকুরের পানি দিয়ে ঘরের রান্নাসহ বিভিন্ন কাজ চালিয়েছেন অনেকে।
ব্যাটারি চার্জ করতে না পারায় ইজিবাইক চালকরা গাড়ি বের করতে পারেননি। ফলে শহরে সকাল থেকে ইজিবাইক ও অটোরিকশার চলাচল ছিল খুবই কম।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টি শুরু হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে বিদ্যুৎকেন্দ্রে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে দুটি ট্রান্সফরমার পুড়ে যায়।
হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মনজুর মোরশেদ বলেন, শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাতভর জরুরি মেরামত করে শহরের আংশিক এলাকা ও কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কিছু সময় লাগবে জানিয়ে তিনি বলেন, বর্তমানে কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।