হাসপাতালে ১০ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর।
বৃহস্পতিবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে ধানমন্ডির বাসায় নেওয়া হয় বলে জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।
তিনি বলেন, “উনার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। শ্বাসকষ্টের সমস্যা কমেছে, তবে শরীর একটু দুর্বল আছে; এটাও ঠিক হয়ে যাবে। এক সপ্তাহ পর আবার হাসপাতালে যেতে হবে। বাসায় থাকলেও তিনি চিকিৎসা প্রক্রিয়ার মধ্যেই আছেন। ইউরিনের একটু অসুবিধা থাকায় ক্যাথেটার লাগানো আছে; যার জন্য স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন না।”
শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে গত ২২ জুলাই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বদরুদ্দীন উমর।
১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আবুল হাশিম ভারতীয় উপমহাদেশের একজন মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দীন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি।
এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বদরুদ্দীন উমর। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন।