চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন

চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলকারী সৈকত এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ছাড়ার সময়সূচি কিছুটা এগিয়ে আনা হচ্ছে।

নতুন সূচি অনুযায়ী, সৈকত এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টা ১৫ মিনিটের পরিবর্তে সকাল ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে। অপরদিকে, প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ১০টা ২০ মিনিটের পরিবর্তে সকাল ১০টায় চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে।

পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, নতুন এই সূচি আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে।

পূর্ব রেলের এসিওপিএস মো. আবু বক্কর সিদ্দিকীর স্বাক্ষরে জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, যাত্রী চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষার প্রয়োজনে পরীক্ষামূলকভাবে ট্রেন দুটি’র সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ২০২৪ সালের ৮ এপ্রিল এক জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়। তবে ইঞ্জিন ও কোচ সংকটের কারণে ৩০ মে থেকে তা বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে স্থানীয়দের দাবির মুখে ১২ জুন থেকে ট্রেন দুটি আবার চালু করে রেল কর্তৃপক্ষ। এরপর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে ট্রেন দুটি নিয়মিতভাবে চলাচল করছে।

সৈকত এক্সপ্রেস ট্রেনটি ষোলশহর, জানালী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে যাত্রাবিরতি দেয়।

অন্যদিকে, প্রবাল এক্সপ্রেস ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে থামে।