জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে অংশ নিতে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী বিশেষ ট্রেনটি মঙ্গলবার বেলা ১১টা ২৩ মিনিটে ছেড়ে যায়। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ট্রেনটি যাত্রা শুরু করে।
ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জিল্লুর রহমান জানান, ৬৭৬ আসনের এই বিশেষ ট্রেনে ভাঙ্গা স্টেশন থেকে মাত্র ১৭ জন যাত্রী ছিলেন। অধিকাংশ বগি ফাঁকা ছিল।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছাবে।