ভোলায় দুই ভাই হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনে দুই ভাইকে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের মো. জাফরুল্লাহ ফরাজীর ছেলে মো. বেল্লাল, চরমানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামছুদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন এবং একই ওয়ার্ডের শাহে আলম মুন্সীর ছেলে মো. শরীফুল ইসলাম। এদের মধ্যে শরীফুল কারাগারে আছেন, বেল্লাল ও সালাউদ্দিন পলাতক।


জমি লেনদেনের বিরোধে গলা কেটে হত্যা

মামলার বিবরণ অনুযায়ী, চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ৫৬ শতাংশ পৈতৃক জমি বিক্রি করে ভারত চলে যান তপন চন্দ্র শীল ও দুলাল চন্দ্র শীল। ২০ লাখ টাকায় জমি কেনেন বেল্লাল ও তার শ্বশুর আবু মঝি, তবে মাত্র তিন লাখ টাকা বায়না দিয়ে দলিল নেন। বাকি টাকা নিতে দুই ভাই ভারত থেকে ফিরে এলে টাকা দেওয়ার নামে টালবাহানা করা হয়।

২০২১ সালের ৮ এপ্রিল রাতে টাকা দেওয়ার কথা বলে দুই ভাইকে সুন্দরীর ব্রিজ সংলগ্ন নির্জন বাগানে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে মরদেহ পুড়িয়ে ফেলা হয় এবং মাথা কেটে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি হযরত আলী হিরণ জানান, ভুক্তভোগী পরিবারের সদস্যরা ন্যায়বিচার পেয়েছেন এবং এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।