ইউনূসের সতর্কবার্তা: সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে ফিরবে পুরোনো সংকট

মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুরভিত্তিক চ্যানেলনিউজএশিয়া (সিএনএ)–কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, গণ–অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরোনো সমস্যাগুলো ফিরে আসবে।

অধ্যাপক ইউনূস বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর তাঁরা তিনটি মূল লক্ষ্য ঠিক করেছিলেন—সংস্কার, বিচার ও নির্বাচন। এ লক্ষ্য পূরণের ক্ষেত্রে অনেক দূর এগোলেও এখনও কিছু কাজ বাকি। তাঁর ভাষায়, “যে রাজনৈতিক ও নির্বাচনব্যবস্থা আমরা পেয়েছি, তা জালিয়াতি ও অপব্যবহারে ভরা ছিল। ওই ব্যবস্থাকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতি ও সমাজকে ধ্বংস করেছে।”

নির্বাচন ও সংস্কারের অগ্রাধিকারের প্রশ্নে তিনি বলেন, “প্রথমে সংস্কার ও বিচার না করে সরাসরি নির্বাচন হলে সব ক্ষমতা নির্বাচিতদের হাতে চলে যাবে, আর আমরা আবারও পুরোনো সমস্যায় ফিরব।”

শেখ হাসিনা প্রসঙ্গে ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী গণ–অভ্যুত্থানের সময় কাছ থেকে মানুষ হত্যা করেছেন। “যদি আরও শক্তিশালী কোনো শব্দ থাকত, আমি সেটাই ব্যবহার করতাম।” তিনি জানান, শেখ হাসিনাকে ভারত থেকে বের করে আনার কোনো চেষ্টা না করলেও বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ দেওয়া উচিত নয়।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, পাকিস্তান ও চীনের সঙ্গে যেমন ভালো সম্পর্ক রয়েছে, তেমনই ভারতের সঙ্গেও সম্পর্ক উন্নত করতে চান তাঁরা। নেপাল, ভুটান ও ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে নিয়ে একটি আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।