বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষিত হয়েছে, বিরাজিত পরিস্থিতি তা ধারণে ব্যর্থ হচ্ছে। সংগঠন দুটি শঙ্কিত কারণ অব্যাহত ‘সাম্প্রদায়িক সন্ত্রাসে’ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জীবন বিপর্যস্ত হচ্ছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায় এই পরিস্থিতিতে অস্তিত্বসংকটে পড়েছে।
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ২০২৫ উপলক্ষে শুক্রবার রাজধানীর শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব লিখিত বক্তব্যে বলেন, ফেসবুকে ধর্ম অবমাননার কথিত বা পরিকল্পিত অভিযোগে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। লালমনিরহাট ও রংপুরের গঙ্গাচড়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, নির্যাতনের এই নতুন কৌশল সংখ্যালঘুদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করছে।
লিখিত বক্তব্যে বলা হয়, কেউ যদি ধর্ম অবমাননা করেন, বিচার ও যথোপযুক্ত শাস্তি প্রয়োজন; কিন্তু আগে নিশ্চিত হতে হবে কাজটি সত্যিই করেছেন কি না। নিশ্চিত হওয়ার আগে অভিযুক্ত ব্যক্তিকে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হতে হচ্ছে। নারীরা প্রকাশ্যে নির্যাতনের শিকার হচ্ছেন। জয়ন্ত কুমার দেব উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ এভাবে চলতে পারে না।
সভায় পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং নারীরা রাস্তায় বের হলে কটূক্তি ও হুমকির সম্মুখীন হচ্ছেন। কাজল দেবনাথ উল্লেখ করেন, ১৯৭২ সাল থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছেই। সরকার বদলেছে, কিন্তু নির্যাতন থামেনি।
জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনের উৎসবের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল আটটায় গীতাযজ্ঞ, বেলা তিনটায় কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। মিছিলের উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান মঙ্গলবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত হবে। বেলা তিনটায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অনুষ্ঠান উদ্বোধন করবেন।
নিরাপত্তা সম্পর্কিত প্রশ্নে পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, সরকার পরিপূর্ণ নিরাপত্তার পদক্ষেপ নিয়েছে এবং কোনো সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ, সহসভাপতি মনীন্দ্র কুমার নাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।