ঢাকার বনানীতে সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি হত্যার ঘটনায় কুমিল্লার বরুড়া থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার ভোরে গ্রেপ্তার হওয়া দুইজন হলেন মাকসুদুর রহমান হামজা (২৬) ও মুন্না (২৭)। র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, ঘটনার দিন তারা রাব্বির পথরোধ করেছিলেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত রাব্বি মহাখালী এলাকার বাসিন্দা এবং অভিযুক্তদের পূর্বপরিচিত ছিলেন। এর আগে শুক্রবার বনানী এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে রাব্বি হত্যার ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো।
র্যাবের ভাষ্য, নিহত রাব্বি ও আসামিরা নিয়মিত ওই সিসা বারে যেতেন। সেখানে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে। গ্রেপ্তার মুন্না ও হামজার তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থেকে হত্যায় ব্যবহৃত সুইস গিয়ার চাকুটি উদ্ধার করা হয়েছে।