পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি, ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের ভিডিও রয়েছে

  • পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি দাবি করেছেন, তাদের কাছে ভারতের সঙ্গে মে মাসের আকাশযুদ্ধে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ রয়েছে।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৫ পর্যটক ও স্থানীয় এক ঘোড়াচালক নিহত হন। ওই ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছায়। ভারতের সর্বোচ্চ পদমর্যাদার জেনারেল স্বীকার করেছেন, তাঁদের বাহিনী আকাশে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

পেহেলগাম হামলার পর মে মাসের শুরুতে দুই দেশ চার দিন ধরে আকাশযুদ্ধে জড়ায়। পাকিস্তান তখন বলেছিল, যুদ্ধে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানও রয়েছে।

লাহোরে এক সেমিনারে নাকভি বলেন, ভারতের সঙ্গে যুদ্ধ ঘিরে তিনি কয়েকটি ঘটনায় যুক্ত ছিলেন এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। তিনি দাবি করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভারতীয় পরিকল্পনা সম্পর্কে তাদের কাছে যথেষ্ট তথ্য ছিল।

নাকভি আরও জানান, যুদ্ধ চলাকালে রাডারের তথ্যের সঙ্গে ময়দানি প্রমাণ মিলিয়ে দ্রুত ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়, যেখানে ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী দুটি ঘটনার বর্ণনা দেন, যেখানে পাকিস্তানের ঘাঁটিতে সাতটি ভারতীয় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তিনি বলেন, একটি ক্ষেপণাস্ত্র ছাড়া কোনো ক্ষতি হয়নি, অন্যগুলো আকাশেই ধ্বংস বা ঘাঁটির বাইরে পড়ে। পাকিস্তানও পাল্টা জবাব দেয় এবং একটি বড় তেলের ডিপো ধ্বংস করে, বেসামরিক লোক হতাহত হয়নি।

নাকভি উল্লেখ করেন, রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাকিস্তানের একটি ঘাঁটিতে ক্ষতি হয়, যেখানে একজন বিমানসদস্য শহীদ হন।

গত ৬ মে রাত থেকে ৭ মে ভোর পর্যন্ত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চারটি স্থানে ভারত ‘জঙ্গিঘাঁটিতে’ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। চার দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

মাস আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন, যুদ্ধে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, তবে কোন পক্ষের তা স্পষ্ট করেননি।