- ২৮ পদের মধ্যে ২৭ পদে প্রার্থী দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন বুধবার অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৭টি পদে প্রার্থী ঘোষণা করেছে সংগঠনটি। গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি ১৫ জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রাখা হয়েছে।
ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তন্বী ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি কোনো প্যানেল থেকে নির্বাচন না করলেও ছাত্রদল তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোন পদে কে প্রার্থী
- ভিপি: আবিদুল ইসলাম খান
- জিএস: তানভীর বারী হামিম
- সহ সাধারণ সম্পাদক (এজিএস): তানভীর আল হাদী মায়েদ
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: আরিফুল ইসলাম
- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: এহসানুল ইসলাম
- কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: চেমন ফারিয়া ইসলাম মেঘলা
- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো. মেহেদী হাসান
- সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আবু হায়াত মো. জুলফিকার জিসান
- গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: শূন্য রাখা হয়েছে
- ক্রীড়া বিষয়ক সম্পাদক: চিম চিম্যা চাকমা
- ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: মো. সাইফ উল্লাহ্ (সাইফ)
- সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক
- ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক: মো. আরকানুল ইসলাম রূপক
- স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসাইন
- মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মো. মেহেদী হাসান মুন্না
সদস্য: মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।
সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “ছাত্রদল কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এ প্যানেল নির্বাচন করেছি।”
এসময় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উপস্থিত ছিলেন।
ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত জমা পড়েছে ১০৬টি ফরম।
বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এরপর জানা যাবে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তফসিল অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ অগাস্ট, পরদিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। ভোট হবে ৯ সেপ্টেম্বর।