আগামী নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, ততটা সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, “আজ আমাদেরকে খেয়াল রাখতে হবে, জাতীয় নির্বাচন আমরা যত সহজ ভাবছি তত সহজ নয়। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের আন্দোলন জোরদার করে তুলেছিল এবং সফল করেছিল। আজকে আমাদের প্রতিজ্ঞা হোক, যতক্ষণ পর্যন্ত এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হয়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের লাইনে উঠে না আসে, মানে গণতন্ত্রের রেললাইনে না উঠে আসে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না।”
সোমবার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক পদে ৩৫১ ভোটে নির্বাচিত হয়েছেন পয়গাম আলী।
জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস মন্তব্য করে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “প্রত্যেককে সচেতন থাকতে হবে। বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে জনগণকে একসঙ্গে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি। জনগণকে ঐক্যবদ্ধ রাখার কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে।”
তিনি বলেন, “গণতন্ত্রের প্রতি যেকোনো হুমকিকে আমরা অবশ্যই মোকাবেলা করব। তবে সেই পদ্ধতিতে, যে পদ্ধতি জনগণ সমর্থন করে। অবশ্যই আমরা এমন কোনো সিদ্ধান্ত বা পদ্ধতি গ্রহণ করব না, যেটাতে জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট হয়।”
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র করছে। আজকে যখন সমগ্র জাতি উন্মুখ হয়ে আছে, একটা নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সরকার গঠন করব, গণতন্ত্রে ফিরে যাবে। ঠিক তখনি এই ষড়যন্ত্রগুলো শুরু হয়েছে।”
তিনি বলেন, “সেজন্য আমি আবারও বলছি, আমাদের যুদ্ধ শেষ হয়নি। আপনারা সবসময় সজাগ ও সচেতন থাকবেন। প্রতি মুহূর্তে আমাদেরকে সর্তক থেকে জনগণের আশা-প্রত্যাশা অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে।”