মেট্রো দুর্ঘটনার পর সাত ঘণ্টা বন্ধ থেকে আংশিক ট্রেন চলাচল শুরু

ফার্মগেটে মেট্রোরেল লাইনের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে একজনের মৃত্যু ঘটার প্রায় সাত ঘণ্টা পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এর আগে বিকেলেই আগারগাঁও থেকে উত্তরা উত্তর অংশে চলাচল চালু হয়। তবে শাহবাগ থেকে আগারগাঁও অংশে সেবা এখনও বন্ধ রয়েছে।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেল লাইনের ওপর থেকে বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এতে একজন পথচারীর মৃত্যু ঘটে এবং ফুটপাতের একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

দুপুর ২টার দিকে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, প্রয়োজনীয় যন্ত্রপাতি না আসা পর্যন্ত মেরামতের কাজ সম্ভব নয়। সে কারণে আপাতত মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলবে না। বিকাল ৩টার পর থেকে আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত সেবা চালু রাখা হয়।

পরে সন্ধ্যায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় চালু হয়েছে।

উল্লেখ্য, মেট্রোরেলের ভায়াডাক্ট ও পিয়ারের সংযোগস্থলে কম্পন প্রতিরোধে ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়। নিওপ্রিন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি এসব প্যাডের ভেতরে একাধিক স্তরে স্টিলের কাঠামো থাকে এবং উপরে রাবার স্তর থাকে, যা ওজনে ভারী এবং সেতুর স্থিতি বজায় রাখে।