- হতাশার কথা লিখে শেষ নিবন্ধ পাঠিয়েছিলেন তিনি
অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সালেহ আহমেদ পাঠান জানান, শুক্রবার বিকালে কলাগাছিয়া এলাকায় মেঘনা নদীতে ষাটোর্ধ্ব এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। পরে তা উদ্ধার করে রমনা থানায় নিখোঁজ হওয়া সাংবাদিকের ছবির সঙ্গে মিল পাওয়া যায়।
রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, মেঘনা নদীতে লাশ পাওয়া গেছে। পরিবার শনাক্ত করার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
৭১ বছর বয়সী বিভুরঞ্জন চাকরি করতেন আজকের পত্রিকা-য়। তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন। সর্বশেষ নিবন্ধ তিনি বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ইমেইল করেন। সেখানে ফুটনোটে লিখেন, “জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।”
তার ছোট ভাই চিররঞ্জন সরকার জানান, নানা কারণে হতাশায় ভুগছিলেন বিভুরঞ্জন। বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হলেও তিনি মোবাইল ফোন বাসায় রেখে যান। রাতে আর ফেরেননি।
সেদিন রাতে তার ছেলে ঋত সরকার রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো সকাল ১০টায় সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হলেও তিনি কর্মস্থলে পৌঁছাননি। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
রমনা থানার ওসি গোলাম ফারুক শুক্রবার সকালে জানান, তিনি মোবাইল ফোন বাসায় রেখে গেছেন। ফোনটি সঙ্গে থাকলে খুঁজে পেতে সুবিধা হতো।
বিভুরঞ্জনের ছোট ভাই বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে লিখেছিলেন, অফিসে না যাওয়া, কোথাও দেখা না পাওয়া এবং মোবাইল বাসায় রেখে যাওয়ায় পরিবারের সবাই উদ্বেগের মধ্যে আছে।
এরপর শুক্রবার বিকালে মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে বিভুরঞ্জনের লাশ উদ্ধারের কথা জানায় পুলিশ।