কোটালীপাড়ায় সাংবাদিক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো

গোপালগঞ্জ শহরে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ ও সহিংসতার পরদিন কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান বুলু কোটালীপাড়া উপজেলার প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। সোমবার রাতে কোটালীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন খান দীপ্ত।

তদন্ত কর্মকর্তা এসআই সাদ্দাম হোসেন খান দীপ্ত জানান, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা সড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে।

এই ঘটনায় কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে ১৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় প্রায় দেড় হাজার জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় মিজানুর রহমান বুলুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলে বুলুকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।