শহিদুল আলম শনিবার সকালে দেশে ফিরছেন

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছানো আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম শনিবার সকালে দেশে ফিরছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় শুক্রবার রাতে এক বার্তায় জানিয়েছে, শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে শহিদুল আলমের ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান তুরস্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

সে সময় বাংলাদেশের পতাকা হাতে শহিদুল আলমের ছবি ও ভিডিও প্রকাশ করে প্রধান উপদেষ্টার কার্যালয়। ভিডিওতে তাকে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এমদাদ আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ঢাকা ফেরার ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ছেড়ে যাওয়ার কথা।

গত বুধবার গাজাগামী নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’র জাহাজগুলো দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। ওই বহরে ‘কনশানস’ নামের একটি জাহাজে ছিলেন শহিদুল আলম। তকেসহ জাহাজগুলোতে থাকা অধিকারকর্মী ও সাংবাদিকদের আটক করে নিয়ে যাওয়া হয় ইসরায়েলের কারাগারে। এ ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানায়।

এরপর শহিদুল আলমকে মুক্ত করতে জর্ডান, মিশর ও তুরস্কে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যোগাযোগ শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ভিত্তিতে তুরস্ক সরকারের সহযোগিতায় এই বাংলাদেশি আলোকচিত্রীকে মুক্ত করা সম্ভব হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে দেশে ফেরাতে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।