সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজে আগুন, শিশুসহ একই পরিবারের আটজন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৩টার দিকে চিটাগাং রোডের হীরাঝিল এলাকার একটি টিনশেড ঘরে এ দুর্ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে তিন শিশু রয়েছে এবং বেশিরভাগের শরীরের প্রায় অর্ধেক পুড়ে গেছে। তাদের মধ্যে কেউ কেউ শঙ্কামুক্ত নন।

দগ্ধরা হলেন— হাসান (৪০), জান্নাত (৪), মুনতাহা (৮), সালমা (৩২), এক মাস বয়সী ইমাম উদ্দিন, আরাফাত (১৮), তৃষা আক্তার (১৭) ও আসমা (৩৫)। তাদের শরীরের ৩০ থেকে ৫৩ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহতদের স্বজনরা জানিয়েছেন, তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরপরই টিনশেড ঘরে আগুন ধরে যায়। ফলস সিলিং পুড়ে নিচে পড়ে তাদের শরীরে লাগায় দগ্ধের মাত্রা আরও বেড়ে যায়।

দগ্ধদের সবাইকে দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।