রাজধানীতে রাজনৈতিক সমাবেশের জন্য ডিএমপির নির্ধারিত ৯১টি বিকল্প স্থান প্রকাশ

রাজধানীতে রাজনৈতিক দলের সমাবেশ ও সভা-সমাবেশ ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্প স্থানে করার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এজন্য থানাভিত্তিক ৯১টি বিকল্প স্থান নির্ধারণ করেছে তারা। এসব স্থানের মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, পার্ক, স্টেডিয়াম ও খোলা জায়গা। সবচেয়ে বড় স্থান সোহরাওয়ার্দী উদ্যান (৬৮ একর), যেখানে আড়াই লাখ মানুষ সমাবেশ করতে পারবেন। আর সবচেয়ে ছোট স্থান হলো জিপিও সংলগ্ন মুক্তাঙ্গন, যেখানে সর্বোচ্চ ২০০ জনের ধারণক্ষমতা রয়েছে।

শনিবার রাজারবাগ পুলিশ মিলনায়তনে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এসব বিকল্প স্থানের তালিকা উপস্থাপন করেন। পরে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়।

রমনা বিভাগ (৪টি স্থান)

সোহরাওয়ার্দী উদ্যান (৬৮ একর, ধারণক্ষমতা ২–২.৫ লাখ)

গজমহল পার্ক

হাজারীবাগ পার্ক

রায়েরবাজার জিয়া কলেজ মাঠ (ধারণক্ষমতা ৭–১০ হাজার)

মতিঝিল বিভাগ (১৫টি স্থান)

আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ

মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

মান্ডার মানিকনগর মডেল হাইস্কুল

মুগদার হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ

শাহজাহানপুর মৈত্রী সংঘ বালুর মাঠ

বাসাবো খেলার মাঠ

বাসাবো বালুর মাঠ

চৌধুরীপাড়া (ইকরা মসজিদের পেছনে, ধারণক্ষমতা ১৫–১৬ হাজার)

গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ

পল্টন ময়দান

জিপিও সংলগ্ন মুক্তাঙ্গন (ধারণক্ষমতা ২০০ জন)

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম (১০ হাজার)

জোড়পুকুরপাড় খেলার মাঠ

সি ব্লক খেলার মাঠ

মান্ডা গ্রিন টাউন সংলগ্ন মিনি ট্রাকস্ট্যান্ড

তেজগাঁও বিভাগ (১২টি স্থান)

পুরনো বাণিজ্য মেলা মাঠ (২৫ একর, ৭০–৮০ হাজার)

বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠ

বিজি প্রেস উচ্চ বিদ্যালয় মাঠ

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ

মোহাম্মদপুর ঢাকা উদ্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ

মধুবাগ খেলার মাঠ

তেজকুনিপাড়া খেলাঘর

শ্যামলী পার্ক মাঠ

হুমায়ুন রোড খেলার মাঠ

লালমাটিয়া ডি ব্লক মাঠ

বছিলা গার্ডেন সিটি মাঠ

চন্দ্রিমা মডেল টাউন ঈদগাহ মাঠ

ওয়ারী বিভাগ (১৪টি স্থান)

ধীৎপুর উচ্চ বিদ্যালয় মাঠ

ডেমরা কলেজ মাঠ

দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মাঠ

শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ

বাকচর স্কুল মাঠ

গেন্ডারিয়ার সাদেক হোসেন খোকার মাঠ

ধুপখোলা মাঠ (২০ হাজার)

১০০ কাঠা কার পার্কিং মাঠ

আলমগঞ্জ লেন ফিরোজ রশিদ মাঠ

সারুলিয়া গরুর মাঠ

বামইল টিএইচ খার বালুর মাঠ

ধার্মিকপাড়া মাঠ

গোলাপবাগ মাঠ

বয়েজ ক্লাব মাঠ

লালবাগ বিভাগ (১৭টি স্থান)

আরমানিটোলা স্কুল মাঠ (৩–৪ হাজার)

সুরিটোলা স্কুল মাঠ (২ হাজার)

কিশোরীলাল জুবিলি স্কুল অ্যান্ড কলেজ মাঠ (৪ হাজার)

আরমানিটোলা খেলার মাঠ (৫–৬ হাজার)

বাংলাদেশ মাঠ

সামসাবাদ মাঠ

হাজী দেলোয়ার হোসেন মাঠ

নবাবগঞ্জ পার্ক মাঠ

রসুলবাগ পার্ক মাঠ

আজিমপুর সরকারি কলোনি খেলার মাঠ

ইরানি মাঠ

শহীদ নগর বালুর মাঠ

ব্যাটারি ঘাট ঈদগাহ মাঠ

কুড়াল ঘাট হাসপাতাল মাঠ

মুসলিমবাগ ঠোড়া মাঠ

বাহাদুর শাহ বা ভিক্টোরিয়া পার্ক মাঠ

হাজী আবদুল হালিম ঈদগাহ মাঠ

গুলশান বিভাগ (৮টি স্থান)

মেরুল বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল মাঠ

একে এম রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ

তল্লা উচ্চ বিদ্যালয় মাঠ

আমিরজান স্কুল অ্যান্ড কলেজ মাঠ

টিঅ্যান্ডটি মাঠ (৫–৬ হাজার)

গুলশান ইউথ ক্লাব মাঠ (১০–১২ হাজার)

সাদ মুসা সেন্টার

বারিধারা জে-ব্লক বালুর মাঠ

মিরপুর বিভাগ (১১টি স্থান)

বিআরপি প্রাথমিক বিদ্যালয় মাঠ

সেনপাড়া পর্বতা আদর্শ স্কুল মাঠ (২২–২৪ হাজার)

বছির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠ (৪০০ জন)

মিরপুর কলেজ মাঠ

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ (বালক – ৬০০ জন, বালিকা)

বিআরপি কমপ্লেক্স মাঠ

আরামবাগ ঈদগাহ মাঠ

কালাপানি বালুর মাঠ (১৮–২০ হাজার)

গোলারটেক মাঠ

কল্যাণপুর নতুন বাজার বেলতলা মাঠ

উত্তরা বিভাগ (১০টি স্থান)

এমারত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠ (৩–৪ হাজার)

৩ নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠ

১১ নম্বর সেক্টর খেলার মাঠ

১৩ নম্বর সেক্টর মাঠ

১৪ নম্বর সেক্টর মাঠ

১৫ নম্বর সেক্টর দিয়াবাড়ি বৌবাজার মাঠ (২০ একর, ৫০ হাজার)

শাহ কবির মাজার প্রাঙ্গণ মাঠ

রাজবাড়ি ঈদগাহ মাঠ

আসিয়ান সিটি খেলার মাঠ

দক্ষিণখান বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ

ডিএমপি জানিয়েছে, এসব বিকল্প স্থানে সভা-সমাবেশ হলে রাজধানীর প্রধান সড়কে যানজট ও জনভোগান্তি অনেকটাই কমে আসবে।