রাজশাহীতে খানকা শরিফে হামলা, পুলিশ পদক্ষেপ নেয়নি অভিযোগ

রাজশাহীর পবা উপজেলায় ‘আজিজ ভাণ্ডারীর খানকা শরিফে’ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার সময় পুলিশ উপস্থিত ছিল বলে দাবি করেছেন ভক্তরা।

পবা থানার ওসি মুনিরুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামের একদল লোক খানকা শরিফে হামলা চালায়।

খানকা শরিফের পীর আজিজুল ইসলাম বলেন, “গোয়েন্দা সংস্থার পূর্ব সতর্কতার পরও হামলা এড়াতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খানকা শরিফের পক্ষ থেকে তিন দিনের দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার আয়োজনের প্রথম দিন ছিল। জুমার নামাজের পর গ্রামবাসীকে উসকে দিয়ে খানকা শরিফে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ওসিসহ পুলিশের উপস্থিতিতেই হামলা করা হয়েছে, অথচ কোনো ব্যবস্থা নেয়নি।”

ওসি মুনিরুল ইসলাম বলেন, “৩০০ থেকে ৪০০ মানুষ একসঙ্গে হামলা করেছে, আর আমরা ছিলাম মাত্র পাঁচজন। সেখানে আমাদের কী করার ছিল। দেশের পরিস্থিতি তো জানেন।”

তিনি জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।