দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ৬২২

দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত এক দিনে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২২ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৬১ জনের প্রাণহানি হলো। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ১৯২ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এ সর্বশেষ তথ্য জানানো হয়েছে।