ইউনূসের জাতিসংঘ ভাষণ ঘিরে নিউইয়র্কে উত্তেজনা, পাল্টাপাল্টি কর্মসূচিতে মুখোমুখি আওয়ামী লীগ–বিএনপি-জামায়াত

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ নিউইয়র্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় নিউইয়র্ক সময় অধিবেশন শুরু হয়। সকালের অধিবেশনের দশম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মুহাম্মদ ইউনূস। এটি হবে জাতিসংঘে তার দ্বিতীয় ভাষণ। গত বছর অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথমবার জাতিসংঘে ভাষণ দেন।

পাল্টাপাল্টি কর্মসূচি

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ও জাতিসংঘে ভাষণের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এরই মধ্যে শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করে তারা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন।

অন্যদিকে, আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীও একজোট হয়ে জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে অবস্থান নেয়। পাল্টাপাল্টি কর্মসূচিতে দুই দলের কর্মীরা ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।

উত্তেজনা ও নিরাপত্তা ব্যবস্থা

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের অবস্থান উত্তেজনা ছড়ায়।

মুহাম্মদ ইউনূস ও তার প্রতিনিধিদল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান। ওইদিন তার আগমনের প্রতিবাদে বিমানবন্দরের সামনে বিক্ষোভ করে আওয়ামী লীগ। এ সময় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করা হয়।

বিশ্বব্যাপী অস্থিরতার প্রেক্ষাপটে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন ঘিরে বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। ম্যানহাটনের জাতিসংঘ সদর দপ্তর এলাকা ও আশপাশের সড়কে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এবারের অধিবেশন

১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘের এই অধিবেশনে প্রায় ১৫০ জন রাষ্ট্র বা সরকারপ্রধানসহ দুইশোরও বেশি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। এবারের প্রতিপাদ্য:
‘বেটার টুগেদার: এইটি ইয়ারস এণ্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট এণ্ড হিউম্যান রাইটস’—(একসাথেই ভাল: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য ৮০ বছর এবং তারও পর)।